পলাশবাড়ী (গাইবান্ধা)সংবাদদাতা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি’র অধীনে গজারিয়া খাল পূনঃখনন কাজ সমাপ্ত হয়েছে। সরেজমিনে গিয়ে এলাকাবাসী ও সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, বৃহত্তর বগুড়া ও দিনাজপুর জেলার ক্ষুদ্র সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ২০১৯-২০২০ অর্থ বছরে কোমরদাহা, দক্ষিণ কোমরদাহা, গজারিয়া খাল খননের জন্য ২১,৮৫,০৮৫.০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এস জামান এন্টারপ্রাইজ ঠিকাদার প্রতিষ্ঠানের অধীনে উক্ত খালের ০০ থেকে ২.৫০০ কিলোমিটার পর্যন্ত খনন কাজ শতভাগ স্বচ্ছতার মাধ্যমে সম্পূর্ণ হয়েছে। গাইবান্ধা জেলা বিএডিসি প্রকৌশলী সাইদুর রহমান জানান, বর্তমান সরকারের নানামূখী উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে ভূগর্ভ থেকে পানির চাপ কমানো কৃষকদের সেচ সুবিধা ও যাতে করে সারা বৎসরই দেশীয় মাছ পাওয়া যায় সেই দিক বিবেচনা করে বর্তমান সরকার এই খনন কর্মসূচি গ্রহণ করেন। খালটি খনন করার ফলে ২৫০ হেক্টর জমির জলাবদ্ধতা নিস্কাশন ব্যবস্থা হলো এবং খালের পানি দ্বারা কৃষকরা সম্পূরক সেচ দিতে পারবে। এলাকাবাসী জানায়, খনন কাজ সম্পূর্ণ হওয়ায় খননকৃত খালে সারা বৎসরই পানি থাকবে। তাতে করে আশপাশের কৃষকরা স্বল্প খরচে সেচ সুবিধা নিতে পারবে ও মৎস্য চাষ করে এলাকার বেকার যুবকরা কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং খালের দুই ধারে মৌসুমী সবজি চাষ করা হয়েছে। জেলায় আরও অনেক সরকারি খাস জায়গা রয়েছে সেগুলো যদি পূনঃখনন করা হয় তাহলে আগামীতে অত্র এলাকার কৃষকরা উন্নয়নের স্বপ্ন রচনা করতে পারবে এলাকাবাসীর ধারনা
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।