মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল)সংবাদদাতা :
নড়াইলের নড়াগাতীতে অবৈধ স্থাপনা অপসারন অভিযান পরিচালিত হয়েছে। আজ (১ লা মে) বুধবার এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ নাজিবুল আলম। নড়াগাতী বাজারের খাল সংলগ্ন সরকারি জমিতে মাহাফুজ শিকদার, মজি শেখ ও এবাদত মোল্যা অবৈধ স্থাপনা গড়ে তোলেন। ০৭ নং জয়নগর ইউনিয়নের ভুমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ ইদ্রিস মিয়াসহ প্রশাসনের উপস্থিতিতে সমস্ত অবৈধ স্থাপনা অপসারন করা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজিবুল আলম বলেন, সরকারি সম্পত্তি দখলমুক্ত করার জন্য এ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জায়গায় অবৈধ স্থাপনা অপসারনের এ অভিযান অব্যাহত থাকবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।