Logo
HEL [tta_listen_btn]

আড়াইহাজারে বিদ্যুৎ পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

 

আড়াইহাজারে বিদ্যুৎ পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

 

আড়াইহাজার সংবাদদাতা :

নারায়নগঞ্জের আড়াইহাজারে ভলগেড নির্মাণের সময় বিদ্যুৎ পৃষ্ট হয়ে খোকন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। খোকন বদলপুর গ্রামের আঃ বারেকের ছেলে। জানা যায় শুক্র বার (৩ জুন) দুপুরে উপজেলার মেঘনা বেষ্ঠিত কালাপাহাড়িয়া ইউনিয়নের যুব লীগের সাংগঠনিক সম্পাদক আঃ সাত্তারের মালিকাধীন অবৈধ মিনি ডকইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। খোকন ভলগেড নির্মানের সময় বিদ্যুৎ পৃষ্ট হলে সাথে থাকা শ্রমিকরা তাকে উদ্ধার করে হোমনা হাসপতালে নেওয়ার পর ডা. তাকে মৃত ঘোষনা করে। এলাকাবাসী জানায় সাত্তার দীর্ঘদিন যাবত বদলপুর মেঘনা নদীর ঘাটে অনুমোদন বিহীন মিনি ডকইয়ার্ডের মধ্যে অবৈধ ভাবে ট্রলার, বালু বহন কারী ভলগেড নির্মাণ এবং পুর্ন নিমার্নের কাজ করে আসছে। বিজ্ঞমহলের
ধারনা এ মিনি ডকইয়ার্ডে ট্রলার এবং ভলগেড তৈরীর আধুনিক সরঞ্জাম না থাকার কারনে এ বিদ্যুৎ পৃষ্টের ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানান অতিদ্রুত অনুমোধন বিহীন এ মিনি ডকইয়ার্ডটি বন্ধ না করলে আরো শ্রমিক হতাহত হবে। এ ব্যপারে কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপত) এস আই মোফাজ্জল হোসেন জানান এ ব্যপারে কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রযোজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com