বন্দর সংবাদদাতা:
টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বন্দরে এক প্রবাসী স্ত্রীকে গনধর্ষনের ঘটনায় লম্পট হাবু ওরফে হবি (৪৫) নামে এক নরপশুকে আটক করেছে
মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ। শুক্রবার (৩ জুলাই) বিকেলে বন্দর থানার শাহীমসজিদ এলাকায় অভিযান চালিয়ে ওই লম্পটকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ ব্যাপারে গনধর্ষনের শিকার ভূক্তভূগী গৃহবধূ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বাদী হয়ে ২ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ২(৭)২০। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গনধর্ষনের শিকার ভূক্তভোগী
গৃহবধূর স্বামী বাহারাইন প্রবাসে থাকার সুবাদে বিদেশ থেকে টাকা আসতে দেরি হয়। এ কারনে গৃহবধূ সাংসারিক খরচের জন্য বন্দর শাহীমসজিদ এলাকার জয় মিয়ার ছেলে হাবু ওরফে হবি মিয়ার নিকট ৫ হাজার টাকা ধার হিসেবে চায়। ১১ জুন রাত ৮টায় লম্পট হাবু মিয়া উক্ত টাকা ধার দেওয়ার আশ্বাস দিয়ে প্রবাসী স্ত্রীকে বন্দর থানাধীন কলাগাছিয়া ইউনিয়নের ১নং নয়ানগরস্থ জনৈকা নাজমা বেগমের বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে ভুক্তভোগী ওই নারীকে নাজমা বেগমের একতলা ভবনের ছাদে নিয়ে হাবুসহ একই এলাকার মৃত জাহের মিয়ার ছেলে আলী ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক গনধর্ষন করে পালিয়ে যায়। এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা মদনগঞ্জ ফাঁড়ী ইন্সপেক্টর সৈয়দ মিজানুর ইসলাম জানান, গনধর্ষনের ঘটনায় বন্দর থানায় মামলা দায়ের করেছে প্রবাসীর স্ত্রী। আমি মামলা দায়েরের সাথে সাথে হাবুকে আটক করতে সক্ষম হই। আটকৃত হাবু আমাদের হেফাজতে রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে সাথে আমরা এ মামলার পলাতক আসামী আলীকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যহত রয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।