Logo
HEL [tta_listen_btn]

নারায়ণগঞ্জে রাজপথ অবরোধ কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট

নারায়ণগঞ্জে রাজপথ অবরোধ কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট

নিজস্ব সংবাদদাতা :

বিনা মূল্যে করোনা পরীক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন দাবিতে নারায়ণগঞ্জে রাজপথ অবরোধ কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট।আজ ২ জুলাই  দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। অবরোধ চলাকালে কয়েক দফা পুলিশ বাধা দিলেও বাম জোট এক ঘণ্টার অবরোধ কার্যক্রম অব্যাহত রাখে। রাজপথ অবরোধ কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক হাফিজুল ইসলাম। বক্তৃতা করেন বাসদ জেলার নির্বাহী ফোরামের সদস্য আবু নাঈম খান বিপ্লব, কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি আব্দুল হাই শরীফ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, বিমল কান্তি দাস, সেলিম মাহমুদ, রাশিদা আক্তার, পপি রানী সরকার। নেতারা বলেন, বাংলাদেশে করোনা পরীক্ষা ফি পরীক্ষাকেন্দ্রে ২০০ টাকা এবং বাসায় ৫০০ টাকা ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। সংখ্যাগরিষ্ঠ দরিদ্র মানুষের দেশে ফি নিয়ে পরীক্ষার সিদ্ধান্ত প্রমাণ করে যে সরকার করোনা নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার দায়িত্ব নিচ্ছে না। দেশের ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার পাটকল লোকসানের কারণ যথাযথভাবে অনুসন্ধান করে ব্যবস্থা না নিয়ে একতরফাভাবে সিদ্ধান্ত নিয়ে বাস্তবে ব্যক্তিমালিকদের লুটপাটের সুযোগ করে দিচ্ছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com