মোঃ সাহাব উদ্দিন কক্সবাজার জেলা সংবাদদাতা :
কক্সবাজারের পেকুয়ায় উপজেলা পরিষদের পক্ষে হতদরিদ্র জনগোষ্টির মাঝে বারবাকিয়া ইউপিতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩জুলাই) বিকেলে পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ দলীয় নেতাকর্মীরা এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সামাজিক দুরত্ব বজায় রেখে বারবাকিয়া ইউনিয়নের বারাইয়্যাকাটা ফাজিল মাদ্রাসা হতদরিদ্র শতাধিক জনগোষ্টির মাঝে ত্রাণ সহায়তা দেন। ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ন-সম্পাদক জালাল উদ্দিন, বারবাকিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা যুবলীগ নেতা নুরুল আজিম, যুবলীগ নেতা পারভেজ সিকদার, ছাত্রলীগ নেতা ফারুক আজাদ, ছাত্রলীগ নেতা আমির হামজা, ফয়সাল ও মেহেদী হাসান প্রমুখ। উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন ,উপজেলা পরিষদের পক্ষ থেকে বারবাকিয়া ইউপিতে শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পরিষদের পক্ষ থেকে ধারাবাহিক ত্রাণ সামগ্রী বিতরণের অংশ হিসাবে রয়েছে বারবাকিয়ায় হতদরিদ্র জনগোষ্টির মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে,১৫ কেজি চাল, ১কেজি ডাল,সয়াবিন তেল ১লিটার ও চিড়া ১কেজি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।