Logo
HEL [tta_listen_btn]

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন নিয়োগপ্রাপ্তদের যোগদান ও পরিচিত সভা অনুষ্ঠিত

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন নিয়োগপ্রাপ্তদের যোগদান ও পরিচিত সভা অনুষ্ঠিত

মোঃ সাহাব উদ্দিন কক্সবাজার জেলা সংবাদদাতা:

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) এর কার্যক্রম ও নতুন নিয়োগপ্রাপ্তদের যোগদান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১১টার দিকে কউকের অস্থায়ী কার্যালয়ে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্ণেল ফোরকান আহমদের সভাপতিত্বে জুম কনফারেন্সে অনুষ্ঠিত হয়ে। জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত কউক এর কার্যক্রম ও নতুন নিয়োগপ্রাপ্তদের যোগদান ও পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এমপি, কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি, কুতুবদিয়া-মহেশখালী আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি, সংরক্ষিত মহিলা এমপি কানিজ ফাতেমা আহমেদ। আরো বক্তব্য দেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, সচিব শহিদ উল্লা খন্দকার, কক্সবাজার-১০ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার (জিওসি) মেজর জেনারেল জনাব মাঈন উল্লাহ চৌধুরী, কক্সবাজার নৌবাহিনীর শেখ হাসিনা ঘাঁটির এওসি এয়ার ভাইস মার্শাল জনাব মোহাম্মদ শাফকাত আলী, কক্সবাজার জেলা প্রশাসক কামাল হোসেন, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, র‌্যাবের সিও উইং কর্মকর্তা আজিম, লেঃ কর্ণেল সাহাব উদ্দিন, উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com