Logo

পলাশবাড়ীর ভগবানপুরে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সাধারণ যানবাহনসহ পথচারীদের চরম দুর্ভোগ

পলাশবাড়ীর ভগবানপুরে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সাধারণ যানবাহনসহ পথচারীদের চরম দুর্ভোগ

পলাশবাড়ী (গাইবান্ধা)সংবাদদাতা :

পলাশবাড়ীর ভগবানপুরে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সাধারণ যানবাহনসহ পথচারীদের চরম দুর্ভোগ। যা দেখার কেউ নেই। সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়নের রংপুর-ঢাকা মহাসড়কের দুবলাগাড়ী হতে ঢোলভাঙ্গা-কোমরপুর সড়কের সংযোগ রাস্তা ভবানীপুর গ্রামের মজুমদারপাড়া নামক স্থানে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টি পানি রাস্তার উপর জমে থাকার ফলে সাধারণ যানবাহন সহ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একসময় বৃষ্টির পানি যে স্থান দিয়ে নেমে যেত সেই জায়গায় প্রায় ১ বছর পূর্বে বশতবাড়ী নির্মাণ করায় বৃষ্টি হলেই আশপাশের বশতবাড়ীর বৃষ্টির পানি রাস্তার উপরে মাসের পর মাস ধরে জমে থাকে। ফলে মোটর সাইকেল, বাই সাইকেল, ভ্যান-রিক্সাসহ সকল যানবাহন চলাচল করতে পারছেনা। কাদাযুক্ত হাটু পানি পার হয়ে প্রায় ২শ ফুট জায়গায় পেড়িয়ে যেতে হচ্ছে পথচারী ও যানবাহন। উক্ত জায়গায় পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মাণ হলে সাধারণ যানবাহন সহ পথচারীদের দুর্ভোগ থেকে মুক্তি পাবে বলে। তারা আরও জানান, উক্ত এলাকায় ২ জন জনপ্রতিনিধি থাকা স্বর্ত্বেও তাহারা কোন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন নাই। তাই এলাকাবাসীর দাবী সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি একান্ত জরুরী হয়ে পড়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com