ওবায়দুল কবীর :
আটকে থাকা বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচন আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হবে। শনিবার বিকালে নির্বাচন কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর।সচিব বলেন, নতুন করে কোনো মনোনয়নপত্র জমা, দাখিলের প্রয়োজন নেই। যেসব প্রার্থী ছিলেন এবং যে অবস্থায় নির্বাচন স্থগিত হয়েছিল, সে অবস্থা থেকেই আবার কার্যক্রম শুরু হবে। উল্লেখ্য, গত ২৯ মার্চ এ দুই আসনে ভোট হওয়ার ছিল। করোনার কারণে ভোটগ্রহণ স্থগিত রেখেছিল নির্বাচন কমিশন। প্রসঙ্গত, ১৮ জানুয়ারি সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ এবং ২১ জানুয়ারি ইসমাত আরা সাদেকের মৃত্যুতে যশোর-৬ আসন ফাঁকা হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।