Logo
HEL [tta_listen_btn]

মুজিববর্ষে বড়দিয়া মুন্সি মানিক মিয়া ডিগ্রী কলেজে নড়াগাতি থানা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

 

মুজিববর্ষে বড়দিয়া মুন্সি মানিক মিয়া ডিগ্রী কলেজে নড়াগাতি থানা ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল)সংবাদদাতা :

নড়াইলের বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রী কলেজে মাননীয় সাংসদ বি. এম. কবিরুল হক মুক্তির পৃষ্ঠপোষকতায় এবং নড়াগাতি ছাত্রলীগের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।  বৃক্ষরোপণ কর্মসুচীর উদ্ভোদন করেন নড়াগাতী থানা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও কালিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান খান শামীম রহমান।  এ কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে নড়াগাতী থানা ছাত্রলীগের নেতৃবৃন্দ।  রবিবার (৫ জুলাই) নড়াগাতী থানা ছাত্রলীগের উদ্যোগে এবং মাননীয় সাংসদ বি.এম. কবিরুল হক মুক্তির পৃষ্ঠপোষকতায় খান শামীম রহমান বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রী কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোদন করেন। এ সময় কলেজ ও থানা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।  বৃক্ষরোপণ বিষয়ে নড়াগাতি থানা ছাত্রলীগের সভাপতি মোঃ রিয়াজ খান বলেন, বাংলাদেশ ছাত্রলীগ এর ৩ মাস ব‍্যাপি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আমরা বড়দিয়া মুন্সী মানিক মিয়া ডিগ্রী কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোদন করেছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এবিষয়ে নড়াগাতী থানা আওয়ামীলীগের সাবেক নেতা ও কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খান শামীম রহমান বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী “মুজিববর্ষের আহ্বান ৩ টি করে গাছ লাগান” এ কর্মসূচি বাস্তবায়ন করতে আমাদের আজকের এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোদন।  উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবছর বাংলাদেশ ছাত্রলীগ তিন মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছে। “মুজিববর্ষের আহ্বান তিনটি করে গাছ লাগান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে বৃক্ষরোপণের নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশনাকে বাস্তবায়ন করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক। এরই প্রেক্ষিতে নড়াগাতী ছাত্রলীগ নেতৃবৃন্দ এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com