বন্দর সংবাদদাতা:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষণখোলার পাতাকাটা এলাকায় সরকারি হালটে নির্মিত রাস্তা দখল করে পাকা স্থাপনা নির্মাণে বাঁধা দেয়াকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। এলাকার উন্নয়নের জন্য ও যোগাযোগ ব্যবস্থা সহজ করার লক্ষে সাংসদ একেএম সেলিম ওসমানের দেয়া বরাদ্ধ থেকে মুছাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে সরকারি হালটের উপর রাস্তা নির্মাণ করা হয়। এ রাস্তার বিশাল অংশ দখল করে পাকা স্থাপনা নির্মাণ করে একই এলাকার নূর ইসলামের ছেলে সোহেল। এলাকাবাসী সরকারি রাস্তা দখলে বাঁধা দিলে সোহেল ৫০/৬০ জনের একটি দল এনে এলাবাকাসীকে হুমকি দেয়। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। পরে মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন তার প্রতিনিধি পাঠিয়ে স্থাপনা নির্মাণে বাঁধা দিয়ে পরিস্থিতি শান্ত করেন। এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারকে জানালে তিনি তাৎক্ষনিক এসিল্যান্ডকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এসিল্যান্ড সাথে সাথে মুছাপুর ইউনিয়নের তহসিলদারকে পাঠিয়ে সকল ধরণের কাজ ঊহৃ রেখে কাগজপত্র নিয়ে উপজেলা প্রশাসনের সাথে বসার নির্দেশ দেন। এ ব্যপারে রাস্তা দখলকারী সোহেলের পিতা নূর ইসলাম বলেন, আমরা আমাদের নিজস্ব জায়গায় দেয়াল নির্মাণ করছি। সরকারি রাস্তা দখল করিনি। মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন জানান, এমপি সেলিম ওসমান সাহেবের বিশেষ বরাদ্ধে সরকারি হালটের উপর দিয়ে রাস্তা নির্মাণ করেছি, অপরদিকে এ রাস্তা দখল করে সোহেল পাকা দেয়াল নির্মাণ করেছে। বিষয়টি আমার নজরে এলে আমি কাজ বন্ধ রাখার নির্দেশ দেই। তারপরেও সোহেল আমার নির্দেশ অনাম্য করে দেয়াল নির্মাণ করে। আমি সরকারি সম্পদ রক্ষায় যা কিছু করার তাই করব
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।