বন্দর সংবাদদাতা:
নারায়ণগঞ্জের বন্দরে সড়ক দূর্ঘটনায় আমির হোসেন (৪৫) নামে এক হোন্ডাআরোহী নিহত হয়েছে। রোববার (৫ জুলাই) রাত ১১টায় বন্দর থানাধীন ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের মদনপুর ইস্টটাউনের গেইটের সামনে এ র্দূঘটনাটি ঘটে। দূর্ঘটনার সংবাদ পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে ঘাতক ট্রাকটি জব্দসহ ঘাতক চালক কামরুল হাসান (২৮)কে আটক করে। নিহত হোন্ডাআরোহী আমির হোসেন বন্দর উপজেলার বারপাড়াস্থ মালিভিটা এলাকারমৃত আলতাফ হোসেন মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে নিহতের চাচাত ভাই মনির হোসেন বাদী হয়ে সোমবার সকালে সড়ক র্দূঘটনা আইনে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৭(৭)২০ ধারা- ২৭৯/৩০৪ খ পেনাল কোড-১৮৬০। আটককৃত ট্রাক চালক কামরুল হাসান সুদূর নওগা জেলার একই থানার রজাকপুর এলাকার সেকান্দার মন্ডলের ছেলে। জানা গেছে, বন্দর উপজেলার বারপাড়াস্থ মারিভিটা এলাকার মৃত আলতাব হোসেন মিয়ার ছেলে আমির হোসেন গত রোববার রাতে তার ব্যবহারকৃত ঢাকা মেট্রো ল ২৩-৭৬২০ নাম্বারের একটি মটর সাইকেল যোগে চিটাগাং রোড হইতে নিজবাড়িতে ফিরছিল। আমির হোসেনের ব্যবহারকৃত মটর সাইকেলটি বন্দর থানার মদনপুর ইস্টটাউনের গেইটের সামনে আসলে ওই সময় ঢাকা মেট্রো ট ১৪-৬০২৭ নাম্বারের একটি দ্রুতগামী ট্রাক অচমকা ভাবে পিছন দিক থেকে ধাক্ক মারলে মটর সাইকেল আরোহী আমির হোসেন ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। এলাকাবাসীর সংবাদের প্রেক্ষিতে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ ঘাতক ট্রাক চালকে আটক করে রাতে বন্দর থানা পুলিশে সোর্পদ করে। পরে বন্দর থানা পুলিশ আটকৃত চালক কামরুলকে সোমবার সকালে সড়ক র্দূঘটনা মামলায় আদালতে প্রেরণ করে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।