নিজস্ব সংবাদদাতা :
র্যাব-১১ সেমবার (৬ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত র্যাব-১১ এর পরিচালিত অভিযানে ৪৯০ পিস ইয়াবা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন উদ্ধারসহ মাদক ব্যবসায়ী মো: শাহেদ ইকবাল(৩৭)কে গ্রেপ্তার করা হয়। র্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, আসামী মো: শাহেদ ইকবাল এর বাড়ী কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন খৈয়ারবিল এলাকায়। সে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদ স্বীকার করে গ্রেপÍারকৃত আসামীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।