সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা:
নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী কদমতলী এলাকায় ডিশ ব্যবসার দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- আমির হোসেন কুট্টি, ইসহাক, আকাশ, মুরাদ হোসেন, মো. ইয়াদ। এর আগে মঙ্গলবার (৭ জুলাই) ডিশ ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন খান বাদী হয়ে ১৪ জনকে এজাহার নামীয় ও ৬/৭ জনকে অজ্ঞাত আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জে আদমজী কদমতলী সরকারী এমডবিøউউ কলেজের সামনে ডিশ ব্যবসাকে কেন্দ্র করে সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল ও বর্তমান কাউন্সিলর আলী হোসেন আলার দুই গ্রæপের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় এক পক্ষ মামললা দায়ের করলেও অন্য পক্ষ এখন পর্যন্ত কোন মামলা বা অভিযোগ দায়ের করেনি। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার জানান, সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।