রূপগঞ্জ সংবাদদাতা:
নারায়ণগঞ্জ জেলা কারাগারে রহমত উল্লাহ (২২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সে রূপগঞ্জ উপজেলার ব্যবসায়ী রাজু মিয়া হত্যা মামলার আসামি। কারাগার সূত্রে জানা যায়, অসুস্থতা অনুভব করলে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৮টার দিকে হাজতি রহমত উল্লাহকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। কিছুক্ষন পর সেখানেই তার মৃত্যু হয়। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, গত ১ জুলাই কায়েতপাড়া ইউনিয়নের কোর্টপাড়া এলাকার একটি বিল থেকে রাজু মিয়া (২১) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। নিহত রাজু উপজেলার ইছাখালী এলাকার রুস্তম আলীর ছেলে। পরদিন ২ জুলাই স্থানীয়রা রহমত উল্লাহকে গণপিটুনি দিয়ে আহত অবস্থায় পুলিশের কাছে সোপর্দ করে। ওইদিনই তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয় বলে জানান ওসি। মাহমুদুল হাসান বলেন, তিন দিনের রিমান্ড শেষে ৫ জুলাই আদালতে প্রেরণ করা হয়। আদালতে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দি প্রদান শেষে আদালতের নির্দেশে ওই দিনই তাকে জেলা কারাগারে পাঠানো হয়। কারাগারে প্রেরণের সময় গণপিটুনিতে আহত হওয়ার মেডিকেল সার্টিফিকেটও প্রদান করা হয়। নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, গত ৫ জুলাই মেডিকেল সার্টিফিকেটসহ ওই আসামি কারাগারে আসে। বৃহস্পতিবার সকালে শারীরিক অসুস্থতা দেখা দিলে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ময়নাতদন্ত করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ভিসেরা রিপোর্ট পেলে বলা যাবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।