বন্দর সংবাদদাতা:
২ বোতল ফেন্সিডিলসহ ইয়াসিন (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ। বুধবার (৮ জুলাই) রাতে নারায়ণগঞ্জের বন্দর থানার মদনগঞ্জ সৈয়ালবাড়ী ঘাট সংলঘ্ন কবরস্থানের সামনে রাস্তা থেকে তাকে আটক করা হয়। এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ী এএসআই নাজমুল হুদা বাদী হয়ে বন্দর থানা মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী ইয়াসিন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মাধবপাশাস্থ সেনপাড়া এলাকার স্বপন মিয়ার ছেলে। আটকৃত মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার সকালে মাদক মামলায় আদালতে প্রেরন করা হয়
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।