Logo
HEL [tta_listen_btn]

যশোরে হাওয়া মেশিনের সিলিন্ডার বিষ্ফোরণে শিশু মারাত্মক আহত

যশোরে হাওয়া মেশিনের সিলিন্ডার বিষ্ফোরণে শিশু মারাত্মক আহত

নিলয় ধর, যশোর সংবাদদাতা :
যশোর মণিরামপুরে ভল্কানাইজিং সিলিন্ডার (হাওয়া মেশিন) বিষ্ফোরণে টিপু সুলতান নামে তিন বছরের শিশু মারাত্মক আহতসহ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটির সময় আশে পাশের দোকানপাট বন্ধ ও এই সময় সেখানে লোকজন না থাকায় বড় ধরণের ক্ষয় ক্ষতির কবল থেকে রক্ষা পেয়েছে মানুষরা। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের উত্তরমাথা বাসষ্ট্যান্ডে এই ঘটনাটি ঘটেছে।জানা গেছে , ঘটনার কিছুক্ষণ পূর্বে হাবিবুর রহমানের হাওয়া মেশিনের দোকানে ১টি ট্রাকের টায়ারে হাওয়া দেওয়া হচ্ছিল। এই সময় শিশুপুত্র টিপু সুলতানকে দোকানের মধ্যে রেখে তার জন্য পাশে খাবার আনতে যায় হাবিবুর। এরই মধ্যে বিকট শব্দে বিষ্ফোরিত হয় হাওয়া মেশিনের সিলিন্ডার। এই ঘটনায় মুহুর্তের মধ্যে হাবিবুর ছুটে এসে দেখতে পান তার শিশুপুত্র টিপু সুলতান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এছাড়া হওয়া সিলিন্ডার বিষ্ফোরণে দোকানের পাশে বৈদ্যুতিক পিলারে থাকা ট্রান্সফরমার বিষ্ফোরিত হলে এলাকার মানুষ চরম আতংকের মধ্যে পড়েছিলেন। এই খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত শিশুকে উদ্ধার করে প্রথমে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে  প্রেরণ করে। নিজের ওয়ার্কসপের হাওয়া মেশিনের সিলিন্ডার বিষ্ফোরণ সহ ক্ষয় ক্ষতির বিষয়ে নিশ্চিত করেছে দোকান মালিক হাবিবুর রহমান হাবিব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com