Logo
HEL [tta_listen_btn]

মহেশখালীতে গভীর রাতে পুলিশের অভিযানে মদ ইয়াবাসহ আটক ৩

মহেশখালীতে গভীর রাতে পুলিশের অভিযানে মদ ইয়াবাসহ আটক ৩

মোঃ সাহাব উদ্দিন কক্সবাজার জেলা সংবাদদাতা :

মহেশখালীতে গভীর রাতে পুলিশের অভিযানে দৈশিয় তৈরি মদ ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানায়, উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ার ছড়া পরিবার কল্যান কেন্দ্রের পাশে গভীর রাতে মহেশখালী থানার এস আই মাহমুদুল হক ও হোয়ানক পুলিশ ক্যাম্পের এ এস আই আব্দুল মালেকের নেতৃত্বে একদল পুলিশ রাতে টহল দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ার সময় ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়। আজ শুক্রবার রাত সাড়ে ৭ টার সময় ৩০ লিটার বাংলা মদ ও ৭ পিচ ইয়াবাসহ তাঁদের আটক করে। আটকৃতরা হলেন,হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া গ্রামের মৃত মোস্তক আহমদের পুত্র বাদশাহ মিয়া (৫৫) একই এলাকার গোলাম হোসের পুত্র জাফর আলম (২৪), মাতারবাড়ী পুরান বাজার এলাকার মৃত জাকের হোসেনের পুত্র রুহুল আমিন (৪৩) মহেশখালী থানার ওসি দিদারুল ফৌরদৌস মাদকসহ আটক ঘটনা নিশ্চিত করেছেন ও তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com