যশোরে উপনির্বাচনে পুলিশের আইন-শৃংখলা সংক্রান্ত সভা
নিলয় ধর,যশোর সংবদদাতা :
যশোরে প্রধান নির্বাচন কমিশনার এর উপস্থিতিতে জাতীয় সংসদ যশোর-৬ শূন্য আসনের নির্বাচন উপলক্ষে আইন শৃংখলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার আজ (১১ জুলাই) সকালে কেশবপুর উপজেলার আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলো, বাংলাদেশ নির্বাচন কমিশনের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা মহোদয় এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী । এছাড়াও উপস্থিত ছিলো, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার) ও যশোর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম সহ যশোর জেলার ডিজিএফআই,বিজিবি,আনসার, র্যাব, এনএসআই ও নির্বাচন অফিসের ঊর্ধতন কর্মকতাগণ। উক্ত সভায় আগামী (১৪ জুলাই) অনুষ্ঠিত জাতীয় সংসদের ৯০ যশোর ৬ শূন্য আসনের নির্বাচন উপলক্ষে আইন-শৃংখলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে।