বন্দর সংবাদদাতা:
পুলিশে কাজে বাধা প্রদানসহ জনসম্মুক্ষে বন্দর থানা পুলিশের কন্সেটেবল সুমন (৩০)কে লাঞ্চিত করার ঘটনায় মঞ্জুরুল ইমলাম (৩০) নামে এক উগ্র মাদ্রাসা ছাত্রকে আটক করেছে নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশ। গত রোববার দুপুরে বন্দর থানার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই যুবকে আটক করা হয়। জানা গেছে, রোববার (১২ জুলাই) দুপুরে বন্দর উপজেলা সহকারি ভূমি কমিশনার আসমা সুলতানা নাসরিনের নেতৃত্বে বন্দর থানা পুলিশ নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল র্কোট পরিচালনা করছিল। ওই সময় বন্দর থানার নবীগঞ্জ বাগেজান্নাত কবরস্থান রোড এলাকার আব্দুল আউয়াল মিয়ার ছেলে চট্রগ্রাম জেলার একটি কাওমি মাদ্রাসার বখাটে ছাত্র মঞ্জুরুল ইসলাম পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদানসহ বন্দর থানা পুলিশ কন্সেটেবল সুমনকে লাঞ্চিত করে। এ ঘটনায় বন্দর থানা পুলিশ উক্ত উগ্র মাদ্রাসা ছাত্রকে আটক করে ফৌঃ কাঃ বিঃ ১৫৪ ধারায় রোববার দুপুরে আদালতে প্রেরণ করেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।