মোঃ সাহাব উদ্দিন কক্সবাজার জেলা সংবাদদাতা :
চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলমের বিশেষ তদবিরে ধর্ম বিষয়ক মন্ত্রানালয় থেকে ২ লাখ ৪০ হাজার টাকার অনুদান পেয়েছেন ৬টি জামে মসজিদ ও দুইটি মন্দির। সোমবার ১৩ জুলাই দুপুরে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সম্পাদক এবং মন্দির কমিটির সভাপতি সম্পাদকের হাতে অনুদানের চেক তুলে দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ। চকরিয়া উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য ও আলহাজ জাফর আলমের বিশেষ তদবিরে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রানালয় চকরিয়া উপজেলার ৬টি জামে মসজিদ ও দুইটি মন্দিরের উন্নয়নে মোট ২ লাখ ৪০ হাজার টাকা অনুদান দিয়েছেন। সোমবার মসজিদ পরিচালনা কমিটি এবং মন্দির কমিটির সভাপতি সম্পাদকের হাতে অনুদানের বিভিন্ন অংকের চেক বিতরণ করা হয়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।