বন্দর সংবাদদাতা:
নারায়ণগঞ্জের বন্দরের বাড়িখালী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সন্ত্রাসী হামলায় নির্মান শ্রমিকসহ ৫ জন আহত ও দেয়াল ভাংচুরের ঘটনায় সোমবার (১৩ জুলাই) সকালেও উক্ত এলাকায় আবারও উত্তেজনা দেখা দেয়। সংবাদ পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে বন্দর থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রেনে আনে। উল্লেখ্য
যে, বন্দরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় বাড়ি ঘর ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় সন্ত্রাসীদের বাধা দিতে গিয়ে
র্নিমান শ্রমিকসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। আহতরা হলো মো: মমিন(৩৭), মনির (২৫), শাওন (২৩),রমজান (৩০)। এলাকাবাসী আহতদের
উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। রোববার (১২ জুলাই) সকাল ১০টায় বন্দর থানার বাড়িখালীস্থ উলাক এলাকায় এ সন্ত্রাসী হামলার
ঘটনাটি ঘটে। ওই সময় সন্ত্রাসী কাউসারগং বহিরাগতদের নিয়ে মোজাম্মের হকের নির্মানাধীন দেয়াল ভেঙ্গে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতিসাধন করে। এ ঘটনায় মোজাম্মেল হক বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে বন্দর থানায় সন্ত্রাসী কাউছার ও রাজিব গংদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।