আড়াইহাজার (নারায়ণগঞ্জ)সংবাদদাতা :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিল্পি আক্তার (২৬) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় সত্যভান্দী এলাকার মৃত সুমনের স্ত্রী। আজ মঙ্গলবার সকাল ৮টায় পুলিশ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তবে পুলিশের প্রাথমিক ধারণা, তাকে কেউ শ্বাসরোধে হত্যা করে থাকতে পারে। তার মুখে আঘাতের চিহৃ রয়েছে। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে সত্যভান্দী ভূঁইয়া বাড়ির পেছনে সৌচাগারের ট্যাঙ্কির পাশে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। আড়াইহাজার থানার এসআই শফিকুল জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে তাকে কেউ শ্বাসরোধে হত্যা করেছে। মৃতের মুখে আঘাতের চিহৃ রয়েছে। অপরদিকে মৃতের পরিবার সূত্রে জানা গেছে, তিনি দুই সন্তানের মা ছিলেন। কয়েক বছর আগে তার স্বামী সুমনকে তার কর্মস্থলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হবে। তবে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকে পারে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।