নিজস্ব সংবাদদদাতা:
ঈদ-উল-আযহা উপলক্ষে হাটের সংখ্যা কমানোর পাশাপাশি একাধিক শর্তে ৭টি অস্থায়ী পশুর হাটের ইজারার জন্য দরপত্র আহবান করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে এইসব হাট পরিচালনার কথা বলা হয়েছে। গতবছর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ টি ওয়ার্ডে মোট ২১টি অস্থায়ী পশুর হাটের ইজারা দেয়া হয়েছিল। গতবারের মতো এবারও শহরের ভিতরে কোন হাটের ইজারা আহবান করা হয়নি। সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলে ৪ টি, সদর অঞ্চলে একটি ও কদম রসুল অঞ্চলে ২ টি হাটের অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আবুল আমিন। নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আবুল আমিন জানান, দুই দফায় হাটের ইজারা আহবান করা হয়েছে। প্রথম দফায় আগামী ১৬ জুলাই দরপত্র আহবানের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। ওইদিনেই বেলা তিনটায় দরপত্র উন্মুক্ত করা হবে। দ্বিতীয় দফায় আগামী ২১ জুলাই দরপত্র আহবানের শেষ তারিখ এবং বেলা তিনটায় দরপত্র উন্মুক্ত করা হবে। স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে হাট পরিচালনা করতে হবে। হাটগুলো হল- নাসিক ৫ নং ওয়ার্ড ওমরপুরস্থ সিদ্ধিরগঞ্জ বাজার রোড পার্শ্বের জালাল উদ্দিন আহম্মেদ এর খালি জায়গা, ৬ নং ওয়ার্ড এসও রোড (মেঘনা রোড) বটতলা চৌরাস্তা বালুর মাঠ, ৮ নং ওয়ার্ডের গোদনাইল ইব্রাহিম টেক্সটাইল মিলস মাঠ, ৯ নং ওয়ার্ড ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পশ্চিম পার্শ্বের জালকুড়ি টিসি রোড সংলগ্ন খালি জায়গা, ১০ নং ওয়ার্ডে লক্ষীনারায়ণ মিলস সংলগ্ন সিটি করপোরেশনের খালি জায়গার, ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ বাজার সংলগ্ন অস্থায়ী পশুর হাট এবং ২৭ নং ওয়ার্ডের ফুলহর আনোয়ার সাহেবের বালুর মাঠ
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।