নিজস্ব সংবাদদাতা:
অবেশেষ নানা অভিযোগের প্রেক্ষিতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সাইদুল ইসলামকে সোনারগাঁ থেকে টাঙ্গাইল সদর উপজেলায় বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে ‘শীর্ষ খবর ডট কম’ সহ গণমাধ্যমে তার নানাহ অপকর্মের সংবাদ প্রকাশিত হয়ার পর থাকে সরিয়ে নেয়া হলো। মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: সেলিম রেজা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়। একই আদেশে আতিকুল ইসলামকে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে। ৩১ তম বিসিএস (প্রশাসন) কর্মকর্তা আতিকুল ইসলাম এর আগে টাঙ্গাইল সদর উপজেলার ইউএনও হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল জেলার বাসিন্দা। উল্লেখ্য ৩০তম বিসিএস (প্রশাসন) কর্মকর্তা সাইদুল ইসলাম এইবছরের ১ মার্চ সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন। যোগদানের পর
থেকেই তিনি নানা অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েন। সরকারী অনুদানের ৮২টি ডাবল চেক ইস্যু করলে দেখা দেয় চরম অসন্তোষ। ফলে সোনারগাঁ
উপজেলায় দেখা দেয় চরম ক্ষোভ। পরবর্তিতে তিনি বিষয়টি ভুলক্রমে হয়েছে বলে স্বীকার করেন। কিন্তু ৮২টি চেক ভুলে ডাবল ইস্যু করা হয়েছিল বলে তিনি প্রচার করতে থাকলেও তা হালে পানি পায়নি। এদিকে নিজেকে রক্ষা করতে উক্ত ইউএনও এক শ্রেনীর মিডিয়া কর্মীর উপর ভরে করে
বিষয়টি প্রভাবশালী মহলের ষড়যন্ত্র বলে প্রতিষ্ঠিত করার ব্যর্থ চেষ্টা চালায়। ফলাও করে তাকে একজন সফল ইউএনও হিসেবে প্রচার শুরু করে।
কিন্তু দুদকে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ থাকায় দ্রুত তাকে সোনারগাঁ থেকে সরিয়ে নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।