Logo
HEL [tta_listen_btn]

শাহেদকে নিয়ে উত্তরা ১১ নম্বর সেক্টরের গোপন অফিসে অভিযান চালায় র‌্যাব

শাহেদকে নিয়ে উত্তরা ১১ নম্বর সেক্টরের গোপন অফিসে অভিযান চালায় র‌্যাব

ঢাকা অফিস :

হেড কোয়ার্টারে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর প্রতারক শাহেদকে নিয়ে উত্তরা ১১ নম্বর সেক্টরের গোপন অফিসে অভিযান চালায় র‌্যাব। এরপর সেখান থেকে আবার র‌্যাব সদর দপ্তরে নিয়ে আসা হয় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমকে।এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে বিকেল ৩টায় র‌্যাব হেডকোয়ার্টারসে মিডিয়া ব্রিফ করবেন ডিজি র‌্যাব ফোর্স এর মহোদয়। এর আগে, বোরকা পরে সীমান্ত পাড়ি দেয়ার সময় প্রতারক শিরোমণি রিজেন্ট চেয়ারম্যান সাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করে ঢাকায় আনা হয়। রিজেন্ট হাসপাতালে অভিযানের ৯ দিন পর তাকে গ্রেফতার করে র‌্যাব এর বিশেষ দল। র‌্যাব জানায়, গত কয়েক দিনে শাহেদ ঘন ঘন স্থান পরিবর্তন করায় তাকে ধরতে কিছুটা বিলম্ব হয়।  এর আগে আলোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান পলাতক আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে সাতক্ষীর থেকে গ্রেপ্তার করা হয়। হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসার পর তাকে উত্তরার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হেডকোয়ার্টারে নেয়া হয়। এরপরই অভিযানে বের হয় র‌্যাব। বুধবার(১৫ জুলাই) ভোরে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ।  সাতক্ষীরার দেবহাটা থানার শাঁখরা কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদী তীর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com