আড়াইহাজার (নারায়ণগঞ্জ)সংবাদদাতা :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি বেনু মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা সিআই পুলিশ। তিনি মামলায় ১০নং আাসমি। তিনি স্থানীয় কালাপাহাড়িয়া ইউনিয়নের মধ্যাচর এলাকার মৃত বাছেদের ছেলে। বিষয়টি আজ ১৭ জুলাই শুক্রবার বেলা ১০টায় মোবাইল ফোনে নিশ্চিত করেছেন মামলার বাদি ও মৃতের স্বামী বাবুল মিয়া। ১৬ জুলাই সন্ধ্যায় আড়াইহাজার পৌরসভা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত. ২০১৮ সালের ৮ জুলাই শনিবার সন্ধ্যায় কালাপাহাড়িয়া মধ্যাচর এলাকায় মেঘনা নীদতে জোংড়া (চাঁই) পাতাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় সুজন (২৫) এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রোজীনা (২৮) মারা যায়। নিহত সুজন ওই এলাকার আবুল হাসেমের ছেলে। নিহত রোজীনা ওই এলাকার বাবুলের স্ত্রী। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ এনে দুইটি হত্যা মামলা করা হয়েছে। দীর্ঘদিন ধরেই মধ্যাচর এলাকার মাছ ধরার জোংড়া (চাঁই) পাতা নিয়ে স্থানীয় সুজনগং ও বাবুলগংয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের এই ঘটনা ঘটেছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে রোজীনার মৃত্যু হয়। পরে রোজীনার স্বামী বাবুল বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করা সহ ৫ থেকে ৬জনকে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা করেন। মামলা নং ১২(৭)১৮ইং
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।