বন্দর সংবাদদাতা:
নারায়ণগঞ্জের বন্দরে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে পাষান্ড স্বামী ও যৌতুক লোভী শশুড় শাশুড়ী কর্তৃক গৃহবধুকে বেদম মারধরসহ কামড়িয়ে নির্যাতনের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভূক্তভোগী গৃহবধূ ফাতেফা বেগম বাদী হয়ে বন্দর থানায় নারী ও মিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৭(৭)২০। মামরার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০১৮ ইং সালের ১২ আগষ্ট মুন্সিগঞ্জ জেলার গজারিযা থানার কালিপুড়া চরডিগ্রি এলাকার আব্দুল মালেক মিয়ার মেয়ে ফাতেমা বেগমের সাথে বন্দর উপজেলার ফরাজিকান্দা বালিয়াগাও এলাকার সোলেমান কসাইয়ের ছেলে হানিফ মিয়ার ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের সময় পাষান্ড স্বামী হানিফ তার পিতা সোলেমান কসাই, তার স্ত্রী হোসনে আরা বেগমের চাহিদা অনুযায়ী গৃহবধূর ফাতেমা বেগমের পিতা সব কিছু প্রদান করে। বিয়ের কিছু দিন পর উল্ধেসঢ়;রীখত যৌতুক লোভীরা ফাতেমা বেগম তার পিতা নিকট আরো ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। দাবিকৃত যৌতুক না পেয়ে গত ১২ র্মাচ রাত ১০টায় পাষান্ড স্বামী হানিফ তার পিতা সোলেমান কসাই, মা হোসনে আরা বেগম ও ভাসুর হাসান ক্ষিপ্ত হয়ে গৃহবধূ ফাতেমা বেগমকে বেদম
পিটিয়ে ও কামড়িয়ে আহত করে। নির্যাতন ঘটনার ৪ মাস ৩ দিন অতিবাহিত হওয়ার পর এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ ফাতেমা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।