নিজস্ব সংবাদদাতা:
শনিবার বিশিষ্ট বিজ্ঞানী, খেলাঘর আসর কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা, সাবেক চেয়ারম্যান, প্রফেসর ড. আলী আসগরে প্রতি শ্রদ্ধা জানিয়ে নাগরিক সভার আয়োজন করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকাল ৫টায় আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে খেলাঘর নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে এ নাগরিক সভা অনুষ্ঠিত হবে। খেলাঘর নারায়ণগঞ্জ জেলা সভাপতি রথীন চক্রবর্তী বলেন, ‘প্রফেসর ড. আলী আসগর একাধারে একজন বিজ্ঞানী, মুক্তচিন্তক, প্রগতিবাদী, গবেষক, শিক্ষক ও লেখক ছিলেন। বিজ্ঞান গবেষণার পরিবেশ সৃষ্টি, উদ্ভাবনমূলক বিজ্ঞানচর্চার আন্দোলন গড়ে তোলা এবং বিজ্ঞানকে জনপ্রিয় করার লক্ষ্যে নানা প্রাতিষ্ঠানিক আয়োজন করেছেন তিনি। অসা¤প্রদায়িক বাংলাদেশ ও শিশু কিশোরদের জন্য বৈষম্যহীন পৃথিবী নির্মানে তিনি নিরলস কাজ করে গেছেন আজীবন। খেলাঘরে তার অবদান অনেক। তার মৃত্যুতে আমরা অনেক শোকাহত।’ তিনি আরো বলেন, ‘নারায়ণগঞ্জে তার স্মরণে আমরা একটি নাগরিক সভার আয়োজন করেছি। শনিবার বিকেল ৫টায় শহরের আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হবে। আমরা প্রফেসর ড. আলী আসগরের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তার সকল শুভানুধ্যায়ীদের আয়োজনে উপস্থিত থাকার আহবান জানাচ্ছি।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।