ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা :
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে আমির হোসেন নামের পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ সময় মনির শংকর নামের আরো এক এএসআই আহত হয়েছেন।উপজেলার চান্দপুর ব্রিজের কাছে আজ শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত পাঘাচং চানপুর গ্রামের মামুন মিয়াকে ধরতে পুলিশি তৎপরতা চলছে। নিহত এএসআই আমির হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় কর্মরত ছিলেন। পুলিশ জানায়, আজ বিকেলে সদর থানার এএসআই আমির হোসেন ও মনির শংকর সাদা পোশাকে চান্দপুর গ্রামের ব্রিজের পাশে ওয়ারেন্টভুক্ত আসামি পাঘাচং চানপুর গ্রামের মামুন মিয়াকে ধরতে যান। এ সময় আসামির ছুরিকাঘাতে আমির হোসেন ও মনির শংকর গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আমির হোসেনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশের কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। এ ঘটনার পরই বিপুল সংখ্যক পুলিশ চানপুর গ্রামে অভিযান চালায়। জেলা পুলিশ সুপার মো. আনিছুর রহমান ঘটনাস্থল থেকে জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এদিকে, র্যাব-১৪-এর একটি দল ঘটনাস্থলে অভিযান শুরু করেছে বলে জানা গেছে।