নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জের ১৩ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয়
মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬৬তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই গেজেট বাতিল করা হয়েছে। যে ১৩ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল হয়েছে। তারা হলেন নারায়ণগঞ্জের মো. আবুল কালাম, আব্দুর রহমান, মো: আলী হোসেন, মো: শাহাব উদ্দিন, মো: লিয়াকত আলী, মো: আলী, আব্দুল বাতেন, মো: ইছাক মিয়া, মো: নূর মোহাম্মদ মোল্লা, মো: গিয়াস উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর, মো: কামাল হোসেন ও মো. শফিকুর রহমান বেপারী। এর আগে বিমান বাহিনী ও বিজিবির এক হাজার ১৮১ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করা হয়েছে বলে গত ৭ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছিল।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।