পলাশবাড়ী (গাইবান্ধা)সংবাদদাতা :
পলাশবাড়ীতে করতোয়া নদী ভাঙনে ১৭টি পরিবার ভিটামাটি হারা। একটি হাফিজিয়া ও মসজিদ সহ অর্ধশত পরিবার হুমকির মুখে। সরেজমিনে গিয়ে জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে সুলতানপুর ঘাটের পাশের্^ সুলতানপুর গ্রামে ২ বছরের ব্যবধানে করতোয়া নদী ভাঙনে বেশকিছু ঘরবাড়ি ও করতোয়া বাঁধের কিছু অংশ নদী গর্ভে বিলিন হয়ে গেছে। বর্তমানে ঐ এলাকার বেশকিছু পরিবার, একটি মসজিদ ও একটি হাফিজিয়া মাদ্রাসা ভাঙন আতঙ্কে রয়েছে। তারা জানায়, দীর্ঘ ২ বছরে ঐ সকল বশতবাড়ী ও বাঁধ নদী গর্ভে বিলিন হয়ে গেছে। জরুরী ভিত্তিতে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কোন ব্যবস্থা গ্রহণ না করলে আগামীতে অত্র গ্রামের প্রায় অর্ধশত পরিবার নদী গর্ভে বিলিন হবে বলে তাদের ধারণা। তারা আরও জানায়, মরহুম সংসদ সদস্য ডাঃ ইউনুস আলী সরকার নির্বাচনী প্রতিশ্রæতি দিয়েছিলেন এই গ্রামটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এলাকাবাসীর দাবী হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদ সহ অর্ধশতাধিক পরিবার রক্ষার্থে জরুরী ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।