Logo
HEL [tta_listen_btn]

র‌্যাব-১০ এর অভিযানে বন্দরে বিপুল পরিমাণ গাঁজাসহ ৪ মাদক পাচারকারী গ্রেপ্তার

র‌্যাব-১০ এর অভিযানে বন্দরে বিপুল পরিমাণ গাঁজাসহ ৪ মাদক পাচারকারী গ্রেপ্তার

বন্দর সংবাদদাতা:
ট্যাংক লড়িতে করে মাদক পাঁচারের সময় নারায়ণগঞ্জের বন্দরে বিপুল পরিমাণ গাজাসহ ৪ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। ওই সময় জুয়েল নামে আরো এক মাদক ব্রবসায়ী কেওশলে পারিয়ে যায়। শুক্রবার (১৭ জুলাই) রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর দেওয়ানবাগ স্টীল মিলের সামনে থেকে ১৭ কেজি গাঁজাসহ এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, গোপালগঞ্জ জেলার টঙ্গীপাড়া থানার গজারিা
এলাকার আলকাস মিয়ার ছেলে লড়ি চালক কাবুল সৌরভ(৩৮) বাঘেরহাট জেলার একই এলাকার মগড়া এলাকার আবু জাফর শেখের ছেলে মোঃ তপু খান(২৩) মাদারপিুর জেলার সদর থানার এউজ এলাকার জলিল মিয়ার ছেলে মেহেদী(২২) ও বরগুনা জেলার সদর তানার কুড়িরখালি এরাকার আব্দুল মান্নান হাওলাদারে ছেলে মোঃ ছগীর(৪৫)। এ ব্যাপারে র‌্যাব-১০ এর ওয়ারেন্ট অফিসার এনামুল বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা
রুজু করেছে। বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, র‌্যাব-১০ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিপুল পরিমাণ মাদক পাচারের সংবাদ পায়। পরে র‌্যাব সদস্যরা শুক্রবার রাতে বন্দরের মদনপুর দেওয়ানবাগ স্টীল মিলের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী শুরু করে। ওই সময় কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে ঢাকা গামী চট্রগ্রাম মেট্রো ঢ ৮১-৩০৬০ নাম্বারের একটি ট্যাংক লড়িতে তল্লাশী চালিয়ে গাড়ীর ভিতর থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় ৪ মাদক পাঁচারকারিকে আটক করতে সক্ষম হলেও জুযেল নামে
এক মাদক পাচারকারি কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করা হেেয়ছে। এবং গ্রেপ্তারকৃত ৪ মাদক পাচারকারিকে উক্ত মামলায় শনিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com