Logo
HEL [tta_listen_btn]

নারায়ণগঞ্জে আরও ২১ জনের করোনা শনাক্ত

নারায়ণগঞ্জে আরও ২১ জনের করোনা শনাক্ত

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৭১৯ জনে।
জেলায় নতুন করে করোনায় কোন মৃত্যু নেই, এ যাবত মোট মৃত্যুর সংখ্যা ১২৩ জনের। শনিবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। শুক্রবার (১৭ জুলাই) সিভিল সার্জন অফিসের তথ্য মতে, নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৫,৬৯৮ জন। মোট সুস্থ ৫০৪৭ জন। মোট মৃত্যু ১২৩ জন। শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যানুসারে, গত ২৪ ঘন্টায় (১৭ জুলাই সকাল ৮টা হতে ১৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত) জেলায় ৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। মোট নমুনা সংগ্রহ হলো ২৯,৬১৪ জনের। নতুন আক্রান্ত হয়েছেন ২১ জন, মোট আক্রান্ত ৫,৭১৯ জন। নতুন আরও ৪৯ জনসহ, জেলায় মোট সুস্থ ৫০৯৬ জন। মোট মৃত্যু হয়েছে ১২৩ জনের। নতুন তথ্যানুসারে এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো, আড়াইহাজার উপজেলায় ৫৪৫, বন্দর উপজেলায় ২২৫, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১৯৮২, রূপগঞ্জ উপজেলায় ১১৩৬, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১৩৩১ ও সোনারগাঁও উপজেলায় ৫০০জন। পুরো জেলায় ৫,৭১৯ জন। এলাকা ভিত্তিক সুস্থের সংখ্যা হলো, আড়াইহাজার উপজেলায় ৪৮৬, বন্দর উপজেলায় ১৮৪, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১৭৭০, রূপগঞ্জ উপজেলায় ১০১৫, সদর উপজেলায়(ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১১৯৬ ও সোনারগাঁ উপজেলায় ৪৪৫ জন। পুরো জেলায় ৫০৯৬ জন। এলাকা ভিত্তিক এ যাবৎ প্রাণ হারিয়েছে, আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৬৭, রূপগঞ্জ উপজেলায় ১০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৩, সোনারগাঁও উপজেলায় ১৬ জন। পুরো জেলায় ১২৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com