অনন্যা জাহান :
রাজধানীতে রোববার দিনগত মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে প্রধান প্রধান সড়ক থেকে ছোট ছোট গলিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৬টা পর্যন্ত প্রায় ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে জলাবদ্ধতার তৈরি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, রাজধানীর মিরপুর এলাকার কাজীপাড়া থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকা পর্যন্ত কোথাও হাঁটু আবার কোথাও কোমড় পানি। যানবাহন চলাচলে অসুবিধা হওয়ায় যানজট লেগেই আছে। আবার জলাবদ্ধতা দেখা দিয়েছে তেজগাঁওয়ের নাখালপাড়া, বেগুনবাড়ি, ফার্মগেটের পশ্চিম তেজতুরী বাজার, পশ্চিমবাজার ও বসুন্ধরা সিটির পেছনের গলিতে। সেখানকার বেশ কিছু বাসার নিচতলায় পানি ঢুকে গেছে। এছাড়া মগবাজার, কাঁঠালবাগান ঢাল, পরিবাগ, আজিমপুরসহ আরো বেশ কয়েকটি এলাকা। এ অবস্থায় এসব এলাকার মানুষেরা পড়েছেন ভোগান্তিতে। রিকশাচালক, সবজি বিক্রিতাসহ নিম্নআয়ের মানুষজন পরনের কাপড় ভিজিয়েই তাদের দৈনন্দিন কাজে বেরিয়েছেন। কর্মজীবীদের অনেকেই ভিজে কর্মক্ষেত্রে গেছেন। আবার অনেকে জলাবদ্ধতার কারণে বাসা থেকেই বের হতে পারছেন না। এমন একজন মিরপুর আল-হেলাল হাসপাতালের পাশের গলির ভাড়াটিয়া আরেফিন ফয়সল আরটিভি নিউজকে বলেন, ‘সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আমার আম্মা ভর্তি। তাকে দেখতে যাওয়ার জন্য সকাল ৮টায় বাসা থেকে বের হই। সিঁড়ি দিয়ে নিচেও নামতে পারিনি। দেখি, সিঁড়ি পর্যন্ত পানি চলে এসেছে। নিচতলার বাসায় পানি ঢুকে গেছে। বাসার সামনে কোমর সমান পানি। তাই আর যাওয়া হয়নি। বেলা ১১টা বেজে গেল, কিন্তু এখনও পানি সরছে না। এমন বেহাল অবস্থা রাজধানীর অনেক বাসিন্দাদের। তারা না পারছেন ঘর থেকে বের হতে, না পারছেন অফিস কিংবা কর্মক্ষেত্রে যেতে। তাছাড়া মিরপুর এলাকায় মেট্রোরেলের কাজের কারণে পানি নিষ্কাষণ হতে সময় লাগছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।