Logo
HEL [tta_listen_btn]

দেশে ২৪ ঘণ্টায়  আক্রান্ত ২৮৫৬, মারা গেছেন ৫০,মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ১৬ হাজার ১১০ ,মোট মৃতের সংখ্যা ২৮০১ জনে

দেশে ২৪ ঘণ্টায়  আক্রান্ত ২৮৫৬, মারা গেছেন ৫০,মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ১৬ হাজার ১১০ ,মোট মৃতের সংখ্যা ২৮০১ জনে

ঢাকা অফিস :

দেশে করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৮৫৬ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১৬ হাজার ১১০ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৫০ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৮০১ জনে। এদিকে আরও দুই হাজার ০৬ জন। এনিয়ে মোট এক লাখ ১৯ হাজার ২০৮ জন সুস্থ হলেন। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।  অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।  অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১২ হাজার ৯২টি, নমুনা পরীক্ষা করা হয় ১২ হাজার ৩৯৮টি। এখন পর্যন্ত ১০ লাখ ৭৯ হাজার ৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক শূন্য ৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৫ দশমিক ১৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩০ শতাংশ। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৪১ জন পুরুষ এবং ৯ জন নারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com