বিশেষ সংবাদদাতা :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ইডেন মহিলা কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি (আংশিক) গঠন করা হয়েছে। ইডেন মহিলা কলেজ ছাত্রদলের আহবায়ক রেহানা আক্তার শিরিন, যুগ্ম আহবায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, যুগ্ম আহবায়ক জান্নাতুল ফেরদৌস, সদস্য সচিব সানজিদা ইয়াসমিন তুলি, সদস্য তোহফা মোস্তফা, আনিকা চৌধুরী, শিখা আক্তার, স্বর্ণালী। শুক্রবার ( ২৪ জুলাই) বিকেলে ছাত্রদলের ভারপ্রাপ্ত দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান । রেহেনা আক্তার শিরিন নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের মৃত হাজী বোরহান উদ্দিনের মেয়ে । আড়াইহাজার উপজেলা বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগি সংঘঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানান ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।