Logo
HEL [tta_listen_btn]

কালিয়ায় ভ্রাম্যমান আদালতে ইভটিজারের জেল

কালিয়ায় ভ্রাম্যমান আদালতে ইভটিজারের জেল

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল)সংবাদদাতা :

নড়াইলের কালিয়ায় ভ্রাম্যমান আদালতে মিকু শেখ (৪০) নামে এক ইভটিজারকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক কালিয়া সহকারি কমিশনার (ভূমী) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাজিবুল আলম এ দন্ডাদেশ দেন। মিকু শেখ উপজেলার দক্ষিন যোগানিয়া গ্রামের মৃত মুনসুর শেখের ছেলে। পুলিশ ও ভ্রাম্যমান আদারত সূত্রে জানা যায়, মিকু শেখ বিভিন্ন সময়ে তার নিজ এলাকার গৃহবধু ও স্কুল কলেজ ছত্রীদের নানা ভাবে কুপ্রস্তাব দিয়ে থাকে। অভিযোগের ভিত্তিতে শুক্রবার নড়াগাতি থানা পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়। ভ্রাম্যমান আালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাজিবুল আলম বলেন, এক গৃহবধুকে ইভটিজিং করার অপরাধে মিকু শেখ নামে ঐ ইভটিজারকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com