বন্দর সংবাদদাতা:
আসন্ন পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে স্বাস্থ্য বিধি মেনে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ফরাজিকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন বৃহত্তম কোরবানী পশু হাট জমতে শুরু করেছে। গত ২৩ জুলাই বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন জেলা হতে ইতি মধ্যে বিপুল পরিমান গরু মহিষ উক্ত পশুর হাটে আসতে শুরু করেছে। হাটের ক্রেতা ও বিক্রতদের নিরাপত্তা ও স্বাস্থ্য বিধিসহ নানা বিষয়ে খোঁজ খবর নিতে ২৪ জুলাই শুক্রবার বিকেলে বন্দর প্রেসক্লাবের গনমাধ্যমকর্মীরা উক্ত হাট সরজমিনে পরিদর্শন করেছে। পশুর হাট ইজারাদার আলহাজ¦ কাজিম উদ্দিন প্রধান গনমাধ্যম কর্মীদের জানিয়েছে, ক্রেতা ও বিক্রেতাদের স্বাস্থ্য বিধি মেনে হাটে প্রবেশ করতে হবে। পশু ক্রেতা ও বিক্রেতাদের অব্যশই মাক্স ব্যবহার করতে হবে। ক্রেতা ও বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা দিতে বন্দর থানা পুলিশের পাশাপাশি আমাদের বিপুল সংখ্যাক বলেনডিয়ার রাত দিন জেগে কাজ করে যাচ্ছে। হাটের পরিবেশ যে কোন হাটের চেয়ে অনেক ভালো। এ ব্যাপারে সুদূর সিরাজগঞ্জ জেলার সাহাদাতপুর থানার জটতলা এলাকার মৃত নাজিম মোল্লার ছেলে গরু বেপারী নওয়াব আলী গনমাধ্যম কর্মীদের জানান, বড় আশা করে ২৭টি গরু নিয়ে শুক্রবার দুপুরে ফরাজিকান্দা পশুর হাটে এসেছি। পথে তেমন কোন সমস্যা ছিল না। এখন ভালো দামে গরু গুলো বিক্রি হলে হয়।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।