Logo
HEL [tta_listen_btn]

রাজধানী ঢাকার চেয়েও সুন্দর হবে নারায়ণগঞ্জ —————–শামীম ওসমান

রাজধানী ঢাকার চেয়েও সুন্দর হবে নারায়ণগঞ্জ
—————–শামীম ওসমান

নিজস্ব সংবাদদাতা:
উন্নয়ন মাধ্যমে নারায়ণগঞ্জের রূপ পাল্টে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান। নারায়ণগঞ্জকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানিয়ে সাংসদ বলেন, আগামী দেড় থেকে দুই বছর পর নারায়ণগঞ্জের রূপ পাল্টে যাবে এবং এই জেলা রাজধানী ঢাকার চেয়েও মনমুগ্ধকর সুন্দর এলাকায় পরিণত হবে। ঈদুল আযহার পরই কাজ শুরু করা হবে। রোববার (২৬ জুলাই) দুপুরে ইসদাইর এলাকায় একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে করোনা দুর্যোগে সংকটে পড়া জেলার ক্রীড়াবিদ ও সংশিষ্টদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর দেয়া অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামীম ওসমান বলেন, এই উদ্দেশ্যে বাস্তবায়ন হলে নাগরিকের সবধরনের সুযোগ সুবিধাসম্পন্ন পরিপূর্ণ একটি জেলা হিসেবে গড়ে উঠবে। উন্নয়ন প্রকল্পের কাজগুলো সম্পন্ন হয়ে গেলে নারায়ণগঞ্জ পুনরায় প্রাচ্যের ডান্ডিতে পরিণত হবে। যেখানে অনিয়ম দেখব সব ঠিক করে দেবো। কোন অনিয়ম আমি রাখবো না দেশের বিরুদ্ধে আবারো ষড়যন্ত্রের খেলা চলছে উল্লেখ করে আওয়ামী লীগের এই সাংসদ বলেন, হত্যার ষড়যন্ত্রসহ এবার দেশকে পুরোপুরিভাবে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের শিক্ষিত সমাজ নানা অপকর্ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। জাতীয় সংসদের অধিবেশনসহ প্রধানমন্ত্রীর সামনে এসব ন্যায্য কথা তুলে ধরবো। কাউকে ছাড় দেবেন না। তাই সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি। জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু, অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারী, ক্রীড়া সংগঠক ইব্রাহীম চেঙ্গিস ও জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম রসূল গাউসসহ বিভিন্ন ক্রীড়াবিদ। অনুষ্ঠানে করোনা দুর্যোগকালীন সময়ে জেলার বিভিন্নস্তরের ক্ষতিগ্রস্থ খেলোয়াড়, প্রশিক্ষক ও সংগঠকদের মধ্যে ৭০ জনকে প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক অনুদান প্রদান করা হয়। প্রত্যেককে নগদ সাত হাজার টাকা করে পাঁচ লক্ষ টাকার অনুদানের চেক তুলে দেন শামীম ওসমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com