সোনারগাঁ সংবাদদাতা:
সোনারগাঁয়ে আলীয়া মাদ্রাসার নির্মাণাধীন দেয়াল ধসে সাবিত (১১) নামে এক শিশু আহত হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার সাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সাবিতের মাথায় ৬টি সেলাই পরেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, জোহর নামাজ পড়ার জন্য শিশু সাবিত ওই পথ মসজিদে যাচ্ছিল। এসময় দেয়াল ধসে পড়ে। এলাকাবাসীর অভিযোগ সরকারি বরাদ্দের অর্থে নি¤œমানের কাজ হচ্ছে আলীয়া মাদ্রাসায়। আর সে কারণেই নির্মাণাধীন দেয়াল ধসে পড়েছে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।