বন্দর সংবাদদাতা:
ফেরি করে গাঁজা বিক্রির সময় ৫’শ গ্রাম গাঁজাসহ শরিফ দেওয়ান (৩৩) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে নারায়ণগঞ্জের বন্দর থানা
পুলিশ। গত রোববার (২৬ জুলাই) বিকেলে বন্দর থানার খানবাড়ীস্থ কুতুব খানের বিল্ডিং এর সামনে থেকে গাঁজাসহ উক্ত মাদক বিক্রেতাকে আটক
করতে সক্ষম হয় পুলিশ। এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক শহীদুল আলম বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৩১(৭)২০। আটককৃত মাদক ব্যবসায়ী শরীফ দেওয়ান বন্দর থানার ৮৮১ নং বন্দর উইলসন রোডস্থ তাজমহল শিকদারের বাড়ি ভাড়াটিয়া ও উক্ত এলাকার মৃত নুরুল ইসলাম দেওয়ান মিয়ার ছেলে বলে জানা গেছে। আটককৃত মাদক বিক্রেতাকে সোমবার (২৭ জুলাই) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।