মোঃ জিহাদুল ইসলাম, (কালিয়া) নড়াইলঃ
মহামারি নভেল করোনা ভাইরাস মোকাবেলা ও ঈদুল আযহা উপ লক্ষে বীর মুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ- সম্পাদক কাজী সরোয়ার হোসেনের সহায়তায় পারিবারিকভাবে গ্রামবাসির মাঝে ঈদসামগ্রী বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামের বসবাসরত ৫৫০টি পরিবারের মাঝে চাউল, নুডলস,তেল, লবন সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসেস ছালিমা খাতুন ,ব্যারিস্টার অধ্যাপক নাফীউল মজিদ,যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা জনাব কাজী সরোয়ার হোসেন,ইউপি সদস্য আরিফুজ্জামান শিকদার, সাংবাদিক ব্যক্তিত্ব চৌধুরি মনিরুজ্জামান এবং অন্যান্য ব্যক্তিবর্গ। যুবলীগ নেতা সরোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় বীর মুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ বাগুডাঙ্গা গ্রামের মানুষদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। এই সময় তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।