মোস্তাফিজুর রহমান সবুজ, ডিমলা (নীলফামারী)সংবাদদাতা :
আজ ২৯ জুলাই বুধবার নীলফামারী জেলার ডিমলা উপজেলা ৭নং খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটি, নীলফামারী ইউনিট শাখার পক্ষ হতে নোভেল করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবেলা ৫০০টি বন্যার্ত পরিবারের মাঝে জরুরী ত্রাণ সামগ্রী বিতরণ করেন নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান ও সভাপতি রেড ক্রিসেন্ট সোসাইটি নীলফামারী বীরমুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন। এসময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, ডিমলা উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায়, উপজেলা প্রকৌশলী এসএম সফিকুল আলম ডাবলু, কার্যনির্বাহী সদস্য রেড ক্রিসেন্ট সোসাইটি নীলফামারী মোঃ মাসুদ সরকার, ৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান মোঃ মইনুল হক। সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান সরকার।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।