যশোরের কেশবপুরে শ্রাবনের মাঝামাঝি হলেও ভারি বৃষ্টি নেই। তারপর ডোবা, বিলে ও নদীতে পানি আছে। তাই চাষিদের সোনালী আঁশ পাট কাঁটার কাজ শুরু করেছেন। কোথাও চলছে পাট কাঁটা, কোথাও পাট পানিতে যাক দেওয়া, কোথাও ধোঁয়া ও কোথাও রোদে দেওয়া।
জানা গেছে, এবার খরার কারণে যশোরের একটু দেরিতে শুরু হয় পাট বপনের কাজ। মওসুমে বৃষ্টি না হওয়ার কারণে এবার পাট চাষ করতে অনেকটাই দেরি হয়। তারপর আম্পান ও নদীতে থেকে উজান পানির কারনে পাটে ফলন কেশবপুরের বেশির ভাগ জায়গাতে খারাপ। পাট চাষ ব্যাপক হলেও ফলন খারাপ ও পাটের বাজার মূল্য নিয়ে কুষক চিন্তিত হওয়ায় কৃষকের মুখে হাসি নেই। পাট ধোঁয়ার কাজ কেরছেন কেশবপুর উপজেলার হিজেলডাঙ্গার কৃষক বাবলু । তিনি জানান সাত বিঘা জমিতে পাট রোপন করেছিলেন। আম্পান ও জমিতে পানি জমে থাকায় ফলন ভাল হয় নি। তিনি বিঘাতে ৪-৫ মন পাট পেতে পারেন বলে জানান। কথা হয় কেশবপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডে শফরাদাদ গ্রামের কৃষক আতিয়ার রহমানের সাথে। তার পাট খুব ভাল হয়েছে বলে জানান। তবে বাজার মূল্য কেমন হবে এটা নিয়ে তিনি বেশ চিন্তিত। তিনি জানান তার প্রতি বিঘায ৭ থেকে আট মন পাট হবে। পাট কেটে গাড়িতে নিয়ে যাচ্ছেন কেশবপুর উপজেলার পাঁজিয়ার কৃষক দোকানদার আব্দুর রহিমের সাথে। তিনি ৩ বিঘা পাট চাষ করেছেন। সব মিলিয়ে তিনি জানান লস হওয়ার সম্বাবনা বেশী। কৃষকের এ লস থেকে বাঁচাতে হয়ে পাটের বাজার মূল্য ১৮০০ থেকে ২০০০ পেতে হবে