দেশের আলো রিপোর্ট :
নারায়ণগঞ্জে গেল ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছে ১৮ জন। সব মিলিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৮৯৮ জনে। প্রাণঘাতী এ ভাইরাসে এ জেলায় মৃত্যুর সংখ্যা ১২৬ জন। জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদ জানান, গেল ২৪ ঘণ্টায় ১৬০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলায় সুস্থ হওয়ার সংখ্যা ৫৫৫১ জন। এদিকে দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ১১১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৭২ জন। দেশে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৭ হাজার ৬৬১ জন। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।