আজ ১ আগস্ট। সকাল হলে পবিত্র ঈদুল আজহা। কিন্ত আনন্দের মধ্যে দুঃখের খবর দুই দিনের সংগ্রহকৃত নমুনায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।
৩০ জুলাই এর সংগ্রহ নমুনা থেকে ১৫ জন এবং ২৬ জুলাই এর সংগ্রহ নমুনা থেকে ৫ জন মোট ২০ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানান কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও জাহিদুর রহমান জানান।
করোনা আক্রান্ত রোগীরদের নামঃ ১) নির্মান্দু দাস (৬৯)কেশবপুর উপজেলা ২)নয়ন কুমার পাল কেশবপুর উপজেলা(৩১)৩)মোঃ আক্তারুজ্জামান (২৭) সাগরদাঁড়ি ৪)মনিরুজ্জামান (৩৫) কেশবপুর উপজেলা ৫)পংকস রায় মহিলা (৪৮) কেশবপুর উপজেলা ৬) মাহামুদুল হাসান (২৫) কেশবপুর,৭) উদয় দে (৫০) সাহাপাড়া, কেশবপুর ৮) ১০) কার্ত্তিক রায়(৫০) মজিদপুর ৯)রহিমা খাতুন(৫৭) কেশবপুর উপজেলা ১০)রেহেনা পারভীন (৩৪) কেশবপুর ১১)পলাশ কান্তি সাহা (৩০), ১২) কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এক জন ১৩)পুলক কুমার সিকদার(৫২), কেশবপুর উপজেলা১৪)আব্দুস সবুর (৪৫), সাতবাড়িয়া ১৫)অর্জুন কুমার দাস(২৭),কেশবপুর উপজেলা (৩৮)কেশবপুর ১৬)এসএম আজিজুল ইসলাম (৪৫)কেশবপুর, ১৭) নিজাম উদ্দিন, কেশবপুর ১৮)তানিয়া সুলতানা(৩২)কেশবপুর ১৯) মিন্টু (৪৯) কেশবপুর। ২০) কেশবপুর উপজেলার একজন।
এই অবস্থায় কেশবপুরকে করোনা হট স্পট বলে মনে করছেন। তাই সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলা উচিৎ