যশোরের কেশবপুরে ৩শত ৮৪ পরিবারের শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
আবুল বাশার কেশবপুর যশোর সংবাদদাতা :
করোনা কালীন সময়ে যশোরের কেশবপুরে কালভেরী ব্যাপ্টিস্ট চার্চ এর ব্যবস্থাপনায় ৩শত ৮৪ পরিবারের শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বালিয়াডাঙ্গা কালভেরী ব্যাপ্টিস্ট চার্চ ও জাহানপুর ব্যাপ্টিস্ট চার্চ এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্ধোধন করেন কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চ,সাউথ ক্লাস্টার চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বালিয়াডাঙ্গা প্রজেক্ট ম্যানেজার প্রদীপ সিংহ, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প জাহান পুর প্রজেক্ট ম্যানেজার উজ্জ্বল দাস, কেশবপুর সন্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক উৎপল দে ,সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ প্রমূখ। কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চ,সাউথ ক্লাস্টার চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস বিশ্বাস জানান ,বালিয়াডাঙ্গা ১৮৬ পরিবার,জাহানপুর ১৯৮ পরিবারের মাঝে করোনা কালীন সময়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতি পরিবারের জন্য চাল ১৪ কেজি,ডাল ২কেজি, তেল ৫০০ গ্রাম, আলু ৪ কেজি,সাবান ২ পিচ, মাস্ক ৭ পিচ বিতরণ করা হয়।