মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) সংবাদদাতা :
নড়াইলের বড়দিয়ায় গত (৩০ জুলাই) বৃহস্পতিবার রাত ৯ টা থেকে নিখোঁজ হওয়া বাতেন মোল্যার সন্ধান সন্ধান পাওয়া গেছে। এ বিষয়ে (৩১ জুলাই) শুক্রবার কয়েকটি ওয়ান লাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়। আজ (২ আগষ্ট) বাগেরহাটের খানজাহান আলী মাজারে তার সন্ধান পাওয়া যায়। পারিবারিক সুত্রে জানা যায়, বিভিন্ন মিডিয়ায় নিখোঁজের সংবাদ প্রকাশিত হওয়ায় ঘটনাটি বেশ আলোড়ন সৃষ্টি করে। মাজার সংলগ্ন স্থানীয় লোকজন একজন লোককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এবং তার সাথে নিখোঁজ বাতেন মোল্যার মিল দেখতে পায়। তখন তারা তাকে সাময়িক সুস্থ্য করে তার পরিবারের সাথে যোগাযোগ সাপেক্ষে তাদের হাতে তুলে দেয়। বাতেন মোল্যা বর্তমানে শারীরিক ভাবে খুবই অসুস্থ, তিনি কথা বলতে পারছেন না এবং চিকিৎসাধীন আছেন বলে পারিবারিক সুত্রে জানা যায়। এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুখছানা খাতুন বলেন, নিখোঁজ বাতেনকে উদ্ধার করে নড়াগাতী থানায় হাজির করা হয়েছিল। কিন্তু তিনি শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ্য থাকায় জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। সুস্থ্য হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
গোপনীয়তা নীতি | এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।