Logo
HEL [tta_listen_btn]

কিশোরগঞ্জে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় নববধূসহ ৩ জন নিখোঁজ

কিশোরগঞ্জে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় নববধূসহ ৩ জন নিখোঁজ

কিশোরগঞ্জ সংবাদদাতা :

কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে যাত্রীবাহী নৌকা ডুবির ঘটনায় ৮ যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও নববধূসহ ৩ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যাত্রীরা হলেন- মাগুরী গ্রামের বরজু মিয়ার মেয়ে হীরামনি (৫), মো. মোখলেছ মিয়ার নব বিবাহিতা স্ত্রী সুমাইয়া (১৮) ও একই গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে নৌকার মাঝি হাসান আলী (৭০)। তাদের উদ্ধারে কাজ করছে স্থানীয়রা। রবিবার সন্ধ্যায় উপজেলার চৌগাঙ্গা ইউনিয়নের মাগুরী এলাকায় ধনু নদীতে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। ইটনা থানার ওসি মুর্শেদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রবল ঢেউয়ের তোড়ে নৌকাটি ধনু নদীতে ডুবে যায়। আশপাশের লোকজন এসে নৌকার ৮ যাত্রীকে জীবিত উদ্ধার করতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হন ৩ জন। স্থানীয়রা তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। আজ সোমবার সকালে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Theme Created By Raytahost.Com